স্বপ্ন

ছোট বেলায় স্বপ্ন দেখতাম ভালো রেজাল্ট করে পাশ করুম।কিন্তু একটু বড় হওয়ার পরে প্রশাসন বিভাগের স্বপ্ন দেখি পুলিশ হবো।এরপরে স্বপ্ন জাগে সাংবাদিকতা করার কিন্তু সাংবাদিক স্বামী স্ত্রী খুন হওয়ার হওয়ার পরে সেই স্বপ্ন দেখা ভুলে যায় তারপর আমি ক্লাস 9 এ উঠে যায় দেখতে দেখতে।বাবা-মার কথার বাইরে মানবিক না পড়ে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়ি।সাইন্স নিয়ে একটা ভূত মানে প্রচুর কঠিন এই বিষয়ে পড়া।কিন্তু সাধারণ বিজ্ঞান বইটা আমার প্রিয় তাই পড়তাম বেশি এই বইটা।মাধ্যমিক স্তর শেষ করে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা তখন পড়াশোনা খুবই ভালো লাগে আমি ও ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখি। এইচএসসি শেষ করেই আমি আমি সেনাবাহিনীর পরীক্ষা দিলাম ফেল করলাম, বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হইতাম এডমিশন টেস্ট দিলাম তখন ভার্সিটি চান্স মানে বিসিএস ক্যাডারের স্বপ্ন। অবশেষে সরকারি কলেজ এর ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হই না,আমি একটা এমপিভুক্ত কলেজ এ ভর্তি হই এনইউ অধীনে।প্রিয় সাবজেক্ট বাংলা নিয়ে বাসা থেকে পড়তে দেই নাই।আমি তাই হিসাববিজ্ঞান এ চান্স পেয়ে পড়া শুরু করে দিলাম। এ যেন জীবনের নতুন একটা জায়গা সব পড়া ইংরেজি এবং বিবিএ তে তুলনা মূলক কঠিন পড়া।ফাস্ট ইয়ারে না পড়েও পাশ করলাম। সেকেন্ড ইয়ারে তিনবছর করোনার জন্য আটকা অবশেষে পরীক্ষা হলো অনেক পড়ে পরীক্ষা দিলাম অসুস্থতা নিয়ে তাই তিন সাবজেক্ট ফেল। পরীক্ষার আগেই সাইবার সাইটে প্রচুর ইন্টারেস্ট। আইটি সেক্টর তখন নিয়ে ঘাটাঘাটি এখন মনে আফসোস কেন সাইন্স পড়ি নাই কম্পিউটার ইঞ্জিনিয়ার এ পড়ে সফটওয়্যার নিয়ে পড়াশোনার এত আগ্রহী। তারপর আর কি করার সিএসই তে ভর্তি হওয়ার মনোনিবেশ করি কিন্তু অসুস্থতা গেড়ে বসে আমায়। এখন বর্তমান স্বপ্ন আমার বেঁচে থাকা।লেখালেখি করা কোনো স্বপ্ন ছিল না কোনো কালেই 🙂তারপরও আমি লিখে যাচ্ছি 😷সেটা ইন্টারে পড়ার সময় থেকে লিখছি,মাঝখানে ৫ বছর গ্যাপ।লিখার জন্যই শখের বশে ওয়েবসাইট এ লেখালেখি করি ব্লগ সাইটে।যতদিন পূর্ণ না হবে লিখতেই থাকব,টুকিটাকি লেখা অনলাইনে পাবলিশ করাটাই হলো আমার শখ।শখ অনেক রকম হয়ে থাকে আমি সব সময় অদ্ভুত। 

লেখা মোসাঃ তাসলিমা আক্তার শোভা 

তারিখ ১৫-০৬-২০২২

সময় দুপুর ১ টা ১৫ মিনিট 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আক্ষেপ

আজকের আপডেট

Bangladesh Career Olympiad