রহস্যময় গল্পের শেষ

 

একটা ফেক আইডির জন্য এই তিনদিনে আমার সুন্দর সাজানো গুছানো জীবন তছনছ হয়ে গেছে। কতবড় সাহস নিয়ে আমার নাম দিয়ে আইডি খুলে আমার।আবার আমার পেইজের পোস্ট শেষ করে পোস্টে লাইক করে। তখনই সন্দেহ হইছিলো তারপর আইডি লিংক রাখি, আজকে শো করে আইডিটা নাই ফেইসবুকেই লিংক সেভ করছি। এই আইডিটা সন্দেহ ছিল, অবশ্য আমার কোনো রকম ক্ষতি কীা চোখে পড়েনী,তবে খুঁজে খুঁজে কোন মেয়ে ঠিকই আমাকে বয়ফ্রেন্ড রে ভয়েস দে নক দে। হে বেডার মতন আমি মনে করে কথা ক🙄,গলা হুবহু আমার মতন বলে, 🙂😆আমি কিন্তু কোনো ফেক আইডি ইউজ করি না,আগের আইডি ডিলিট ্সবখানে নাম ছবি সহ একাউন্ট 🙄😶আমি ফেক আইডি চালানোর প্রশ্নই উঠে না।এমন একটা মানসিক ডিপ্রেশন এ পড়ে গেছি আল্লাহ জানে শুধু, আমার কান্না ছাড়া রাতে কোনো উপায় ছিল না, পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল 🙄যেই কাজটা করছে ভালো করে নাই আমি ঠিকই খুঁজে বের করতে পারব।একটা মেয়ের সম্পের্ক ফাটল ধরাইছে আমারে কাঁদাইছে আর আমি এখনো চুপ।আরে বাবারি আমি কারো সাথে রিলেশন করি নাই, ফেইসবুকের লাইক গুনে গুনে সন্দেহ 😷 কই যামু। আমি সকালে বুঝতে পারছি আমার শুধু তাকে নই কাউকেই দরকার নাই। কারণ যে মানুষ বিশ্বাস করে না তারে আমি কিভাবে বিশ্বাস করব আমি ত সবার সাথে ফেন্ডলি।আরেকটা রহস্যের শেষ হলো।বিনা নোটিশে আজকে আমার মন এমনি ভালো, কেউ কারো জন্য নই তাহলে আমি কিসের জন্য চোখের পানি ফেলব।আমি কাউকে বিশ্বাস দেওয়ার জন্য ফেইসবুক পাসওয়ার্ড ফেইসবুক এক্সেস লগ ইন দিতে পারব না।দেরিতে হলে এটাই বুঝছি সেল্ফ লাভ সবচেয়ে সুন্দর। নিজেকে ভালোবাসুন, কে কি কথা শুনালো তাতে কিছু যায় আসে না, আমি সারাদিন অনলাইনে মানে সারাদিন চ্যাট কল করি না,নেট অন করে ফোন ফেলেও রাখি।কিছু মানুষের অল্প কথা আমি নিতে পারি না। কলিজায় গিয়ে লাগে এভাবে কেন কথা বলে। হয়তো ভুল একদিন ভাঙ্গবে,আমি ও আমার নতুন রুটিন করে ফেলছি।সেভাবেই চলব তারপর ও দিনশেষে এইসব কথা মনে হইলে কলিজা টা ছিড়ে যায়।
রহস্যময় গল্পের শেষ


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আক্ষেপ

আজকের আপডেট

Bangladesh Career Olympiad