জীবনের মানে


 আমি হিসাববিজ্ঞান বিভাগের আমার চেয়ে বেশি খারাপ পরিস্থিতিতে? আমার বেচে থাকার জন্য সেই অনুভূতি। আমার মতো পরিস্থিতি হলেও কি করতো লোকে আল্লাহই ভালো জানে।পকেটে ৩ শ টাকা নিয়ে বাসা থেকে চলে আসছি।আগামীকাল কি হবে সেই চিন্তা ও আমার মধ্যে নাই। আমার সব কথা না বললেও এইটুকু বলব এক দিকে বাঁচা মরণ অন্য দিকে ক্যারিয়ারের চিন্তা, পরীক্ষায় ফেল আমি নতুন করে কঠিন সাতটা সাবজেক্ট নিয়ে ভাবা।এখনো নতুন পুরান কোনো বই কেনা হয়নি,অসুস্থতা একদিন কেটে যাবে না হয় মারা ত যাব।পড়াশোনা করে ও অনেক বেকার আমার দ্বারা কিছু সম্ভব না আমি রিয়েল লাইফ ভার্চুয়াল লাইফ সবকিছু স্টাগল করে চলছি।পথে চলতে ফিরতে কত কথা শুনা লাগে। এত পাইভেট পড়ে ফেল বলা আগে এইটা বলা ত উচিত ছিল এত অসুস্থ তাও পরীক্ষা দিয়ে আসছ।আবার নতুন করে পড়ার স্বপ্নে বাড়ি ছাড়ছি।নিজের সমস্যা গুলো একান্ত,সবদিকেই ঝামেলা আসুক পরিস্থিতি আরও খারাপ হোক আলহামদুলিল্লাহ এই জীবনের শুকরিয়া। আমি হাজার শুকরিয়া করি কারণ আমি আমার নতুন জীবন পাইছি।যদি কেউ বলে ভালো নাই তাহলে কিছু বলার নেই। আমার চেয়ে আরও খারাপ অবস্থা আছে। ভেবেছিলাম আমি ই অসুস্থ কিন্তু হসপিটাল গিয়ে নিজের মতবাদ পাল্টে গেলো। নিজের চোখে দেখা অসুস্থতায় বাঁচার একটু আশা,আমার রুমে ছিল ৪ টা কিডনি রোগী ৪ টা ক্যান্সার ধরা পড়া রোগ। সবাই আমার চেয়ে খারাপ ও কঠিন অসুখ ছিল তারপর নিজের মোটিভেট আমি নিজেই হয়ে যায়। যতদিন বাচব বাচার মতন বাচব।সবচেয়ে কষ্ট ছিল পেইনের ইনজেকশন নেওয়ার সময়। নেওয়ার কথা শুনলে এখনো ভয় পাই। আমার রুমে অনেকেই নিতো আর জোরে চিল্লাইতো। রাস্তায় চলার পথে অনলাইন ভার্চুয়াল সব জায়গায় সমস্যা এটাই স্বাভাবিক। আপনি একেবারে ১০০% যেমন চসন তেমন হয়ে গেলো তাহলে জীবনের স্বাদ পাবেন না একঘেয়েমি হয়ে যাবে। সমস্যা আসুক সবার জীবনে তাহলে দেখবেন জীবনের মানে বুঝবেন।সামনের দিন খারাপ আসবে মনে রাখবেন সব সময় আর আজকের জন্য শুকরিয়া করুন।সব সময় অতীতের দিকে তাকান,বিনা নোটিশে অতীত সুন্দর ছিল। অতীত কখনো খারাপ হতে পারে না,নিশ্চয় সুন্দর। পরিস্থিতির সাথে মিলে মিশে চলুন ধৈর্য সবুর করুন।আমার মতন ধৈর্য্য যদি থাকে তাহলেই না এরই নাম জীবন। 

শোভা

জীবনের মানে

তারিখ ১৭/০৭/২০২২

 সময় দুপুর ১ টা ১০মিনিট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আক্ষেপ

আজকের আপডেট

Bangladesh Career Olympiad