ব্যবসায় নিয়ে ভাবছি
ব্যবসা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানীয় পেশা। ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনার সূত্র না বাস্তবতার সূত্রে বেশ কিছু দিন ধরে ব্যবসায় নিয়ে নতুন চিন্তা ভাবনা গবেষণা সবকিছুই। নিজে ব্যবসায়ী হতে চেয়েছিলাম লক ডাউন এ বিনা লাভে পরে পরিবার চোখে আঙুল দিয়ে এলাকায় আমাদের পূর্ব ব্যবসায়ের দেনা এবং ক্ষতির কথা মনে করিয়ে দিলো।এখনো আমরা অনেক মানুষের কাছে বাকি নেওয়ার পণ্যের অনেক টাকা পাওনা।আমি ত হতাশ হয়েছিই।তারপর থেকে বিজনেস নিয়ে চিন্তা চেতনা, কিভাবে মানুষ ঠিকে থাকে তাদের এত রাতারাতি বনেদি বনে যাওয়ার রহস্য কি!খুজে খুজে ১০ টা ব্যবসায়ি অন্তত সৎ পাইছি সবার অবস্থান ধ্বংসের মুখোমুখি কারণ কালোবাজারি চোরাচালানের জন্য, তারা ত বৈধ্য ভবে হালাল উপায়ে বিজনেস করে। আমি নিশ্চিত তারাই জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত। আর বিজনেস এর টেকনিক দেখলে আপনি এতটাই বোকা বনে যাবেন কল্পনা ও করতে পারবেন না।আসুন ব্যবসার মতো সম্মানীয় পেশাতে সবাই সৎ উপারে ব্যবসায় করি। এই ইহকালটা ৬০ বছরে সীমাবদ্ধ তারপর যতদিন বাচবেন বোনাস।পরকাল বলে একটা জিনিস আছে, মানুষের টাকায় ওজন কম দাম বেশি রাখার মানে কি, মজুত করে খাবার সংকট করলে রাতারাতি বনেদি হবেন তবে সুখ পাবেন না ব্যবসায় করে। ব্যবসা একটা খুশি ও আনন্দের অনুভূতি যে ব্যবসা পাগল সে ছাড়া কেউ সেটা অনুভব করতে পারবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন