🔴⬜বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডে আপনি কেনো অংশগ্রহন করবেন? ➡️যেহেতু প্রতিযোগীতাটি সারাদেশব্যাপী হবে সারা দেশের মেধাবীদের সাথে নিজের একটা সমন্বয় করতে পারবেন। ➡️পাবেন সার্টিফিকেট, ক্রেস্ট, মেডেল,লেপটপ সহ আকর্ষনীয় পুরষ্কার। সার্টিফিকেট টি তথা ভবিষ্যতে আপনার সিভিকে যে কতুটকু সহায়তা করবে তা সময়মতো বুঝতে পারবেন। ( তাছাড়া তিন ক্যাটাগরিতে ১ম তিন জন ১০ লাখ টাকা করে পাবেন) ➡️ নেটওয়ার্কিং , সারা দেশের মেধাবীদের সাথে ও সম্মানিত বিসিএস ক্যাডার শিক্ষকদের সাথে কমিনিউকেশন বৃদ্ধি পাবে। 🟥⬛ বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডে কেনো দায়িত্ব নিবেন? ➡️প্রথমত আপনার সাংগাঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে। নেটওয়ার্কিং তৈরি হবে অনেক, সকল পর্যায়ের এবং সকল জেলার মানুষেদর সাথে মেশার সুযোগ। ➡️কমিনিউকেশন স্কিল ডেবেলপ হবে, বাংলাদেশের অংশগ্রহনকারী সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তাদের সাথে নিজেকে তুলনা করতে পারবেন! ➡️সম্মানিত বিসিএস ক্যাডার গাজী মীজানুর রহমান স্যার ও শাকিল আল আমীন স্যার দের সাথে যোগাযোগ করতে পারবে ও স্...
আমি হিসাববিজ্ঞান বিভাগের আমার চেয়ে বেশি খারাপ পরিস্থিতিতে? আমার বেচে থাকার জন্য সেই অনুভূতি। আমার মতো পরিস্থিতি হলেও কি করতো লোকে আল্লাহই ভালো জানে।পকেটে ৩ শ টাকা নিয়ে বাসা থেকে চলে আসছি।আগামীকাল কি হবে সেই চিন্তা ও আমার মধ্যে নাই। আমার সব কথা না বললেও এইটুকু বলব এক দিকে বাঁচা মরণ অন্য দিকে ক্যারিয়ারের চিন্তা, পরীক্ষায় ফেল আমি নতুন করে কঠিন সাতটা সাবজেক্ট নিয়ে ভাবা।এখনো নতুন পুরান কোনো বই কেনা হয়নি,অসুস্থতা একদিন কেটে যাবে না হয় মারা ত যাব।পড়াশোনা করে ও অনেক বেকার আমার দ্বারা কিছু সম্ভব না আমি রিয়েল লাইফ ভার্চুয়াল লাইফ সবকিছু স্টাগল করে চলছি।পথে চলতে ফিরতে কত কথা শুনা লাগে। এত পাইভেট পড়ে ফেল বলা আগে এইটা বলা ত উচিত ছিল এত অসুস্থ তাও পরীক্ষা দিয়ে আসছ।আবার নতুন করে পড়ার স্বপ্নে বাড়ি ছাড়ছি।নিজের সমস্যা গুলো একান্ত,সবদিকেই ঝামেলা আসুক পরিস্থিতি আরও খারাপ হোক আলহামদুলিল্লাহ এই জীবনের শুকরিয়া। আমি হাজার শুকরিয়া করি কারণ আমি আমার নতুন জীবন পাইছি।যদি কেউ বলে ভালো নাই তাহলে কিছু বলার নেই। আমার চেয়ে আরও খারাপ অবস্থা আছে। ভেবেছিলাম আমি ই অসুস্থ কিন্তু হসপিটাল গিয়ে নিজের মতবাদ পাল্টে গেলো। নি...
একটা ফেক আইডির জন্য এই তিনদিনে আমার সুন্দর সাজানো গুছানো জীবন তছনছ হয়ে গেছে। কতবড় সাহস নিয়ে আমার নাম দিয়ে আইডি খুলে আমার।আবার আমার পেইজের পোস্ট শেষ করে পোস্টে লাইক করে। তখনই সন্দেহ হইছিলো তারপর আইডি লিংক রাখি, আজকে শো করে আইডিটা নাই ফেইসবুকেই লিংক সেভ করছি। এই আইডিটা সন্দেহ ছিল, অবশ্য আমার কোনো রকম ক্ষতি কীা চোখে পড়েনী,তবে খুঁজে খুঁজে কোন মেয়ে ঠিকই আমাকে বয়ফ্রেন্ড রে ভয়েস দে নক দে। হে বেডার মতন আমি মনে করে কথা ক🙄,গলা হুবহু আমার মতন বলে, 🙂😆আমি কিন্তু কোনো ফেক আইডি ইউজ করি না,আগের আইডি ডিলিট ্সবখানে নাম ছবি সহ একাউন্ট 🙄😶আমি ফেক আইডি চালানোর প্রশ্নই উঠে না।এমন একটা মানসিক ডিপ্রেশন এ পড়ে গেছি আল্লাহ জানে শুধু, আমার কান্না ছাড়া রাতে কোনো উপায় ছিল না, পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল 🙄যেই কাজটা করছে ভালো করে নাই আমি ঠিকই খুঁজে বের করতে পারব।একটা মেয়ের সম্পের্ক ফাটল ধরাইছে আমারে কাঁদাইছে আর আমি এখনো চুপ।আরে বাবারি আমি কারো সাথে রিলেশন করি নাই, ফেইসবুকের লাইক গুনে গুনে সন্দেহ 😷 কই যামু। আমি সকালে বুঝতে পারছি আমার শুধু তাকে নই কাউকেই দরকার নাই। কারণ যে মানুষ বিশ্বাস করে না তারে আমি কিভা...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন