আজ থেকে একশ বছর পূর্বে লেখকেরা দুর্নীতি নিয়ে অনেক বইয়ে লিখে গেছে এই পুরোনো লেখকের বই পড়লে আজকেও বুঝা যায় তখনকার সমাজব্যবস্থায় সবচেয়ে বড় অবনতির ক্ষেত্রে দুর্নীতি একমাত্র বিরাজমান। দেশ সেখান থেকে একশ বছরে ডিজিটাল হইছে ঠিকই কিছু একটা দুর্নীতি নামক ব্যাধি আজও সমানে আছে। আগেও সরকারের দোষ দিছে এখনো সরকারের দোষ দিছে। কিছু সরকার এর কোনো দোষ নাই, সব দোষ আমাদের। সরকার একটা মানুষ হয়ে দুর্নীতি দমন সহজ না।আমরাই আমাদের সুবিধার জন্য নিজের মতন করে সিস্টেম চালু করে ফেলি।এই আমুল সিস্টেম যদি পরিবর্তন না হয় তাহলে ত দেশ উন্নত হবে না। দেশের লোকের টাকা হয়েছে কারো ক্ষমতা হয়েছে, কিন্তু এইসব ক্ষতিকারক কিছু না। সবকিছুই খারাপ হলেও তারমধ্যে ভালো আছে। ছোট ছোট স্বার্থে দুর্নীতি দমন নিজেদের করতে হবে, আপনি কিছুতেই অসুস্থ সিস্টেম যদি না মানেন তাহলেই হয়েছে। এই ধরেন রেলওয়ে মানুষের দুর্ভোগ। কালোবাজারি দুরাত্মে সাধারণ জনগন অতিষ্ঠ, চোখে কোনো পথ না দেখে আমি আপনি ওদের সাথে দুর্নীতির প্রশয় নেয়। এখন বলবেন কোথায় গেলে এদের রুহতে পারা যায়। আজ থেকে একশ বছর আগেও দেশ স্বাধীন ছিল না, তখন পাকিস্তানি আমলে, ইংরেজ শাসন ব্যবস্থা আমলে ...
পূজার ছুটি শেষে আপডেট আজকের দিন ইউটিউব কিভাবে ডিজেবল করব যাতে আর কোনো ভাবেই ইউজ না করতে পারে। আম্মু সহ ঘরে আব্বু বোন টু মেরে বসে ইউটিউব দেখে 😑দেখুক দেখতে মানা করি নাই, খাবার দাবার ফেলে রান্না করা ছেড়ে ইউটিউব দেখে 😶আমি বাড়িতে আসার পরে ফোন চেক করছি ৭১৬ পর্ব একমাসে দেখে ফেলে সার্চ করে 🙂প্রযুক্তি আমার বাসায় অভিশাপ, বাসায় ত ওয়াই ফাই ও নাই, বিকল্প হিসেবে ফোন ২ জি করে করতাম 😊😴আজকে সকালে কোনো রকমে হাফ প্লেট খেয়ে নৌকা ধরতে গেছিলাম, রাস্তায় গাড়ি পেয়ে হাফ রাস্তা যাই তারপর আগের নৌকা ঘাটে খালি পায়,ওই নৌকা দিয়ে শহরে পৌঁছে কাদা ভেঙে মেইন রোডে পৌঁছে দেখি আরেকটু পরে হসপিটাল, তারপর থেকে হসপিটাল ঘুরতে ঘুরতে সব হসপিটাল ঘোরা শেষ, আলহামদুলিল্লাহ আমি এখন জানি কোন হসপিটাল কোন ডাক্তার বসে 🥵পুরা শহর খুজে ওই একটা হসপিটাল বের করি সেখানে আবার আমি যারে দেখামু সেই ডাক্তার পায় নাই। যারে পাইছি ওনি ৩ টায় বসবে।তারপর বাসায় কল ফেন্ডকে কল দিয়ে ওই হসপিটাল জানি।এরপরে আবার সে হাসপাতাল বের করি,হাসপাতাল বন্ধ কতক্ষণ দাড়ায় থাকি কেউ এসে খুলবে পরে ওইদিকে কি আছে দেখতে গিয়ে দেখি হসপিটাল আরেকটা এবং এটাই আমার কাঙ্খিত ?...
🔴⬜বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডে আপনি কেনো অংশগ্রহন করবেন? ➡️যেহেতু প্রতিযোগীতাটি সারাদেশব্যাপী হবে সারা দেশের মেধাবীদের সাথে নিজের একটা সমন্বয় করতে পারবেন। ➡️পাবেন সার্টিফিকেট, ক্রেস্ট, মেডেল,লেপটপ সহ আকর্ষনীয় পুরষ্কার। সার্টিফিকেট টি তথা ভবিষ্যতে আপনার সিভিকে যে কতুটকু সহায়তা করবে তা সময়মতো বুঝতে পারবেন। ( তাছাড়া তিন ক্যাটাগরিতে ১ম তিন জন ১০ লাখ টাকা করে পাবেন) ➡️ নেটওয়ার্কিং , সারা দেশের মেধাবীদের সাথে ও সম্মানিত বিসিএস ক্যাডার শিক্ষকদের সাথে কমিনিউকেশন বৃদ্ধি পাবে। 🟥⬛ বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডে কেনো দায়িত্ব নিবেন? ➡️প্রথমত আপনার সাংগাঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে। নেটওয়ার্কিং তৈরি হবে অনেক, সকল পর্যায়ের এবং সকল জেলার মানুষেদর সাথে মেশার সুযোগ। ➡️কমিনিউকেশন স্কিল ডেবেলপ হবে, বাংলাদেশের অংশগ্রহনকারী সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তাদের সাথে নিজেকে তুলনা করতে পারবেন! ➡️সম্মানিত বিসিএস ক্যাডার গাজী মীজানুর রহমান স্যার ও শাকিল আল আমীন স্যার দের সাথে যোগাযোগ করতে পারবে ও স্...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন