পিজি হাসপাতাল ভালো ছিল
রাত থেকে প্রচন্ড রকম মাথায় পেইন, চোখের ডান সাইডে ব্লাড জমে গেছে। ব্রেইনের এক্স-রে তে ডান দিকের কর্নিয়া তে একটু হেরফের, ডাক্তারের অবহেলায় আবার আরেকটা সমস্যা। পিজি হাসপাতালের অধ্যাক্ষ ঠিকই ধরতে পারছিল হয়তো সেজন্য এক্সরে করে আসতে বলছিলো,আসার আগের দিন গেছিলাম বৃষ্টির জন্য রোগী কম ছিল তাই চেম্বার বন্ধ হয়ে যায়। আমার আরেক হাসপাতাল থেকে বের হওয়ার ছুটির কাগজ নিতে দেরী হয়ে গেছিলো।ডাক্তার আগের দিন দিছে কারণ ঐ দিন আসতাম ২ টার পরে ছুটি দেওয়া হয় তাই ট্রেন মিস করছিলাম, ঐ দিকে ২ টার পরে ডাক্তার বসে, পৌঁছাতে ৫ টা বেজে গেলো শাহবাগ ৬/৮ পর্যন্ত ডাক্তার থাকে। রোগী কম চলে গেছে, প্রায় মাথা ঝিমঝিম করে এখন ত দেখছি সমস্যা খুবই খারাপের দিকে এগুবে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন