সিগারেট

 

আমি ভাবছিলাম আমার ফেন্ড রোমি ইনস্টাগ্রামে সিগারেট বিলাস করে শুধু 🙄😷এখন দেখি অনেক পোলা মায়া ধোয়া ছাইড়া ফডু আপ দে🙄কিন্তু রোমি শুধু পুড়ানো সিগারেট এর সাথে প্রকৃতির শো আপ করে।সিগারেট খারাপ কিছু না জনসংখ্যা কমিয়ে দেশের চাপ কমাতে সাহায্য করে, ৫০% ভ্যাট সরকার পাওয়ার মাধ্যমে দেশের রাজস্ব বৃদ্ধি পাওয়া খারাপ কিছু না। সিগারেট ডিপ্রেশন বাড়াতে সাহায্য করে কারণ পুড়াতে পুড়াতে টাকার সাথে কলিজা পুড়ানো যায়।আমি আগে নিরুৎসাহিত করতাম তারপর দেখি আমার সামনে দাড়িয়ে বেয়াদবের মতন লোকে সিগারেট খাই।এখন আমি সবাইকে চায়ের সাথে সিগারেট খাইতে বলি কারণ তারা তাড়াতাড়ি মরুক চাই😃🤣আমার এই অদ্ভুত সিগারেট প্ররোচনায় সবাই ভাবতে শুরু করেছে আমি সিগারেট খাই। আমি জেনে বুঝে খামু নাকি,🙄মামা মারা গেছে ফুসফুস ক্যান্সারে। সিগারেটের মূল্য তালিকায় সর্বোচ্চ হলো বেনসন ১৫ টাকা 🙄 আমি স্টার গোল্ডডিফ এই তিন সিগারেটের নাম জানি সবগুলোই বিকট গন্ধ। তবে আমার সামনে বসে ইন্ডিয়ান বিদেশি সিগারেট এলাকার এক বড় ভাই টানছিলো। এর গন্ধ ছিল তুলনীয়। আমি গাড়িতে উঠলে সিগারেট খেলে কেউ আমার বমি আসে 😃সেজন্য ড্রাইভার নিজে থেকেই যাত্রীকে না করে যাত্রী ও খাওয়া বন্ধ করে ফেলে। ড্রাইভারে সেই কথা ভাল্লাগে আপা আছে গাড়িতে সিগারেট খাওয়া যাবে না💙সিগারেট ছাড়া হোক আপনজনের জন্য বাঁচা হোক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আক্ষেপ

আজকের আপডেট

Bangladesh Career Olympiad