অপ্রকাশিত চিঠি
শোভার যেন দুঃখের কোনো শেষ নাই। পরীক্ষায় ফেল করার পর পড়াশোনার মন মানসিকতা চেঞ্জ হয়ে আর পড়তো না।পড়তো তবে বহু চিন্তা করে তার পড়াশোনা মনে রাখতে পারতো না।বহুবার আত্মহত্যা করতে গিয়েও ফিরে আসতে হয়েছে, তার কিছু দেনা আছে। সেজন্য তাকে বাচতে হবে, একটা সময় সব পরীক্ষায় পাশ করে উঠে।কেউ হয়তো নিরব অনুভূতি গুলো জানেও না।যাদের সাথে মিশতে চেষ্টা করছে হেসে হেসে তারাই তাকে মৃত্যুর দিকে টেনে নিয়েছে। আর একটা সময় পরে নিজের অবহেলার ঔষধ নেওয়া বন্ধ করে দিয়েছে, অসুস্থতার একটা হাসি দিয়েছে, কে জানতো এটাই ছিল তার শেষ হাসি।বাচার মতো সব রকম রাস্তা পথ সে বন্ধ করে দিয়েছে। সব মানুষ তাকে বিষিয়ে তুলেছিলো সে তাদের থেকে বহু দূরে চলে গেছে। সহানুভূতি দেখানো কিছু মানুষ আবার তাকে বাচতে শিখায়।তার মতন জীবন যুদ্ধে ব্যর্থ আর কাউকেই পাওয়া যায় নাই। মনে হয় ওর একটাই স্বপ্ন, বেঁচে থাকায় যেন তাহার স্বপ্ন। সব রকম অসুস্থ অলসতা কুচিন্তা ছেড়ে অতি ভালো সুভদ্র হয়ে একটা মূহুর্ত সে বাঁচতেছিলো। অমনি দুর্নীতি তাহারে আবার আক্রমণ করে বসলো।মানুষ যত কথাই বলুক,তার কথা কেউ শুনতে পায় না।সেই শোভা যেন রবীন্দ্রনাথের সুভার মতো কথা বলে না।কথা বলে আকাশের স...