আজকের আপডেট

 পূজার ছুটি শেষে আপডেট আজকের দিন 


ইউটিউব কিভাবে ডিজেবল করব যাতে আর কোনো ভাবেই ইউজ না করতে পারে। আম্মু সহ ঘরে আব্বু বোন টু মেরে বসে ইউটিউব দেখে 😑দেখুক দেখতে মানা করি নাই, খাবার দাবার ফেলে রান্না করা ছেড়ে ইউটিউব দেখে 😶আমি বাড়িতে আসার পরে ফোন চেক করছি ৭১৬ পর্ব একমাসে দেখে ফেলে সার্চ করে 🙂প্রযুক্তি আমার বাসায় অভিশাপ, বাসায় ত ওয়াই ফাই ও নাই, বিকল্প হিসেবে ফোন ২ জি করে করতাম 😊😴আজকে সকালে কোনো রকমে হাফ প্লেট খেয়ে নৌকা ধরতে গেছিলাম, রাস্তায় গাড়ি পেয়ে হাফ রাস্তা যাই তারপর আগের নৌকা ঘাটে খালি পায়,ওই নৌকা দিয়ে শহরে পৌঁছে কাদা ভেঙে মেইন রোডে পৌঁছে দেখি আরেকটু পরে হসপিটাল, তারপর থেকে হসপিটাল ঘুরতে ঘুরতে সব হসপিটাল ঘোরা শেষ, আলহামদুলিল্লাহ আমি এখন জানি কোন হসপিটাল কোন ডাক্তার বসে 🥵পুরা শহর খুজে ওই একটা হসপিটাল বের করি সেখানে আবার আমি যারে দেখামু সেই ডাক্তার পায় নাই। যারে পাইছি ওনি ৩ টায় বসবে।তারপর বাসায় কল ফেন্ডকে কল দিয়ে ওই হসপিটাল জানি।এরপরে আবার সে হাসপাতাল বের করি,হাসপাতাল বন্ধ কতক্ষণ দাড়ায় থাকি কেউ এসে খুলবে পরে ওইদিকে কি আছে দেখতে গিয়ে দেখি হসপিটাল আরেকটা এবং এটাই আমার কাঙ্খিত 😶গিয়ে শুনি ডাক্তার বসে ৩ টায় আর আমি ৭৫ নম্বর সিরিয়াল।মানে রাত ৮ টা বাজবে কমপক্ষে 🙂বাসা থেকে ৮ টায় বের হয়ে এখন বুঝি ৮ টায় ডাক্তার দেখানু সম্ভব না,তারপর ওখানে থেকে আবার হেটে হাফ রাস্তা আসি।রাস্তার প্রচুর লোকজন। আমার ফেন্ডরা কলেজ থেকে আসছিলো শহরে কাজে ওরাই বলছে😴ওদের সাথে কাজ শেষ করে বাসায় আবার নৌকা দিয়ে আসি।আবার ঘাট থেকে হেঁটে বাসায় 🥵এর মধ্যে সিঙ্গারা নিছিলাম এক দোকানে বসে দুইটা খেতে পারি নাই, একটা খেয়ে জলদি ঘাটে এসে মনে হলো আম্মুর জন্য কেনা জামা আর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল ফেলে আসছি,ফাইলে ছিল দুই বছরে আমি যত টেস্ট করছি ঔষধ খাইছি সবকিছু 😶তারপর নৌকা থেকে গিয়ে আবার আনি।তারপর ঘাটে পৌঁছে ওখানে হেটে বাসায় আসি।দেখি কারেন্ট নাই।বাসায় ৪ টায় ভাত খাই সব সময় তবুও খিদে থাকে না।কিন্তু আজকে ২ টায় এসে অনেক খিদে 😊গুগল ট্র্যাকে ৬ কিলোমিটার হেঁটেছি ওঠছে🙂আর বাকি জায়গা ত ট্র্যাক চালু করি নাই।কম করে হলেও ১০ কিলে হাটা হয়েছে, বাসায় এসে এক প্লেট ভাত খেয়ে এই যে শুয়ে আছি আমার ত মাথায় পেইন কমতেইছে না,রেগেও গেছিলাম, রাগলে আমার মাথা গরম হয়ে যায় 🥺🙄এখন লাইটের আলো সহ্য হচ্ছে না আওয়াজ শুনতে পাচ্ছি না এরই মধ্যে কারেন্ট আসতেছে যাইতেছে। মাথায় এখন উঠে পানি দিয়ে ঠান্ডা ও করে আসছি। প্রচন্ড গরমে ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলো। ভাবি পেয়াজু দিয়ে গেছিলো অনেক শক্ত। সাথে চালও বেটে দিছে ওনি,আর খাবারের আইটেমে জগন্য ছিল আজকে বেগুন চিংড়ি সাথে আলু দিছিলো, আলু আবার সিদ্ধ ও হয় নাই। এসব খেয়ে অনলাইনে ঢুকছিলাম বাবাগো যে নেটওয়ার্ক 🥺🙄গতকাল এম্বি কিনছিলাম পোস্ট দিতাম। কিন্তু নেট নাই। এই পোস্ট হাফ করছি ফ্রী ফেইসবুক দিয়ে বাকিটা আবার লিখছি কিন্তু এড হয় নাই একই ঘটনা লাস্ট ফিনিশিং এখন আর ভালো করে দিতে পারছি না কারণ তখন অনেক সুন্দর করে লিখছিলাম এইটা মনে আছে কিন্তু কিভাবে কি লেখলাম মনে নাই। অনেকেই জিগায় কলেজ এ কবে যামু,বাসাও ভাবছে আজকে যামু।ডাক্তারের প্যারায় আমার শখ গেছে ডাক্তার তবুও আগামীকাল দেখাই কি না শিউর নাই 😑🫤যতটুকু সুস্থ আছিলাম হসপিটাল ঘুরে পুরাই বিছানায় কাইত,এতদিন শুয়ে দিন কাটাইছি আরামসে এখনো শুয়ে আছি তবে আরামসে না।পার হয়ে গেছে সুখের দিনগুলো আমিও জানি,🫤

©শোভা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আক্ষেপ

Bangladesh Career Olympiad