অবহেলিত এই গল্প

 

আসার পরে শুধু কল দিয়ে বাসায় বলছি আমি কলেজ এ পৌঁছে গেছি।তারপর থেকে ফোন সাইলেন্স করি না বাসা থেকে কল দিবে তাই। একটা কলও দেয়নি,চারদিন অপেক্ষা করে নক করছি তাও বিরক্তিকর যেন।আমার ফোনে এম্বি আছে বাসার ফোনে এমবি আছে, হোয়াটসঅ্যাপ ইমু কানেক্টেড করা আছে তাও একবার কল দিয়ে কেমন আছি জিগ্যেস করার প্রয়োজন মনে করে নাই। আমি অন্তত সবার এত বিরক্তি কারণ। মেসেজ দিয়ে জিগ্যেস করছি কেমন আছে সবাই অনেক বেশি বিরক্ত আমার উপর। তারপর আর কথা বাড়ানোর সাহস হয়নি কারেন্ট নাই বলছিলাম জাস্ট অনেক কথা শুনতে হলো।বাড়ির বাইরে এসে হয়তো ডিপ্রেশন নাই প্যারা নাই চিল আর চিল লাইফে।আমি অল্প কেঁদেছি কষ্ট কমে গেছে অনেকটা।এতটা কেয়ারলেস আমি নিজেকে দূরেই রাখি।নর্মালিও আমি কারো সাথে মিশি তাদের কথা বলি না আমি খারাপ বদমেজাজি উগ্র উদ্ভব টাইপের। আমার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে বাসার সাথে ডিসকানেকটেড হতে ইচ্ছে করছে সব জায়গায় ব্লক করে রাখি।আমার পুরা লাইফটা এভাবে হেলাফেলা করে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার হইছে। আমার আশেপাশের কোনো সমস্যা ওই সমস্যা না।মেন্টাল সাপোর্ট জীবনে খুব দরকারি।যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখনো মন মানসিকতা কতটুকু শক্ত আছে জানি না তবুও বলব একপায়ে খাড়া আছি চাইলেই নিমিষেই কেউ যা তা বলে দুর্বল করতে পারবে না।আমি ত আছি এবং থাকব নিজের জন্য বাঁচতে হবে। পরিবার বলো বন্ধু বলো কেউ আপন না,চোখের আড়াল হলেই সবাই নাই। থাকুক সবাই সবার মতন।ভাবছি অফলাইনে চলে যাব কি হবে আর অফলাইনে গিয়ে, হয়তো অনলাইনেই নিজে সময় যতক্ষণ আছি সব ভুলে যাই।বাস্তবতা এক না আমি ভালো নাই ভালো থাকার তেমন কথাও নাই। কি হয় ভালো থাকার আশ্বাসে।এখন ত কাঁদলেই ভালো লাগে সবার চোখে আজও আমি খারাপ আগামীকাল ও খারাপ আমার তাতে কিছু যায় আসে না, বদমেজাজি বদরাগী বদ মানুষ আমি।
#শোভা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আক্ষেপ

আজকের আপডেট

Bangladesh Career Olympiad