অতীত
তিনবছরের অতীতের কথা আজও মনে আছে, একবার দুই বার তিনবার ধাক্কা খেয়ে আজকে আমি সরল থেকে বদরাগী বদমেজাজি আমি। আরেহ আগে বোকা ছিলাম বোকাকে বোকা বানানো খুব কঠিন। আর ৫ বছর দরকার আমার ক্যারিয়ারে ঘুরে তাকানোর জন্য। আমি অতটা খারাপ মেয়ে না।আমারে এখন সবাই চিনে চিনুক ভালো করে তাতেও আমার খেয়াল নেই। মহিলার ভিডিওতে হাস্যকর কথা বললেও কথা গুলো কিন্তু সত্যি। আঘাত জিনিসটা খুব দামি সবাই দিতে পারে না, টাইম রিভেঞ্জ 🥰আমি ব্রেক 😅😅তুমি জানো আমি আর কখনোই আগের শোভা হবো না।আমার বর্তমান নিয়ে আলহামদুলিল্লাহ। অভিশপ্ত আড়াই দিনের সম্পর্কের তিনবছর পরে কেউ যখন যোগাযোগ করে ঠিক এমনটাই লাগে 🤭যতই যে যাই বলুক আমি আগের মতোই আছি চেঞ্জ হই নাই। চৌধুরী সাহেব ভালোবাসা একদিনের হলেও বিন্দু পরিমাণ কষ্ট পেলেও ছেঁকা খাওয়া সাইকো আমি 🤣 আমি অনেক অসুস্থ তাই পাল্টা তর্ক জবাব দিতে পারি নাই। আগে আমারে মূহুর্তের মধ্যে ব্লক লিস্টে রাখতেন আজ শেষ সেই দিন আজকে থেকে আমি ব্লকে রাখবো আমার পুরানা দিনের ক্ষত আর বাড়াতে চাই না। তুমি কি ভেবেছিলে বলবা কল মেসেজ দিয়ে শোভা তোমারে আমি অনেক খুঁজি খুঁজে পায় না। এইসব মিথ্যে নাটকের কাছে গুলে যাব।যারা বলেন রিলেশন কর না,কেন কর না ভাই জীবনে ও করব না,আড়াই দিনের সম্পর্ক আজও হৃদয়ে আঘাত হানে মনে হলেই জানতে ইচ্ছে করে ভাললাগার বিষয়গুলো ভালোবাসা পর্যন্ত গড়ানো উচিত না,আমার নামে কেউ মিথ্যে রটাও চাই না, আজকে আমি নিজেই মুখ খুলছি।আমি অনেক ফেন্ডলি আর ফেন্ডশিপে রয়াল একজন কারণ সমস্ত ঘটনার পরে কষ্টের পরে ডিপ্রেশনের পরে মাথার উপর থেকে মূহুর্তে তুফান আসার পরে ও আমার বন্ধুরাই পাশে ছিল।ভালোবাসি ত আমার ফেন্ডদের যারা সাইকো বলার পরে ও দিনশেষে আমার হাসির কারণ। সত্যি ফেন্ড না থাকলে আমার এখনো শক্ত তাকা হতো না।কেউ দয়া করে আর কোনো দিন সম্পর্ক রিলেশন এসব নিয়ে প্রশ্ন করবেন না। আমি আমার মতোন আছি আর যা খুশি মন চাইলে আপলোড করি।পুরোপুরি স্বাধীনতা আছে আমার মধ্যে। ভালো থাকুক বেইমান তারা যারা যেমন থাকতে চাই
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন