পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অপ্রকাশিত চিঠি

 শোভার যেন দুঃখের কোনো শেষ নাই। পরীক্ষায় ফেল করার পর পড়াশোনার মন মানসিকতা চেঞ্জ হয়ে আর পড়তো না।পড়তো তবে বহু চিন্তা করে তার পড়াশোনা মনে রাখতে পারতো না।বহুবার আত্মহত্যা করতে গিয়েও ফিরে আসতে হয়েছে, তার কিছু দেনা আছে। সেজন্য তাকে বাচতে হবে, একটা সময় সব পরীক্ষায় পাশ করে উঠে।কেউ হয়তো নিরব অনুভূতি গুলো জানেও না।যাদের সাথে মিশতে চেষ্টা করছে হেসে হেসে তারাই তাকে মৃত্যুর দিকে টেনে নিয়েছে। আর একটা সময় পরে নিজের অবহেলার ঔষধ নেওয়া বন্ধ করে দিয়েছে, অসুস্থতার একটা হাসি দিয়েছে, কে জানতো এটাই ছিল তার শেষ হাসি।বাচার মতো সব রকম রাস্তা পথ সে বন্ধ করে দিয়েছে। সব মানুষ তাকে বিষিয়ে তুলেছিলো সে তাদের থেকে বহু দূরে চলে গেছে। সহানুভূতি দেখানো কিছু মানুষ আবার তাকে বাচতে শিখায়।তার মতন জীবন যুদ্ধে ব্যর্থ আর কাউকেই পাওয়া যায় নাই। মনে হয় ওর একটাই স্বপ্ন, বেঁচে থাকায় যেন তাহার স্বপ্ন। সব রকম অসুস্থ অলসতা কুচিন্তা ছেড়ে অতি ভালো সুভদ্র হয়ে একটা মূহুর্ত সে বাঁচতেছিলো। অমনি দুর্নীতি তাহারে আবার আক্রমণ করে বসলো।মানুষ যত কথাই বলুক,তার কথা কেউ শুনতে পায় না।সেই শোভা যেন রবীন্দ্রনাথের সুভার মতো কথা বলে না।কথা বলে আকাশের স...

আক্ষেপ

 আজ থেকে একশ বছর পূর্বে লেখকেরা দুর্নীতি নিয়ে অনেক বইয়ে লিখে গেছে এই পুরোনো লেখকের বই পড়লে আজকেও বুঝা যায় তখনকার সমাজব্যবস্থায় সবচেয়ে বড় অবনতির ক্ষেত্রে দুর্নীতি একমাত্র বিরাজমান। দেশ সেখান থেকে একশ বছরে ডিজিটাল হইছে ঠিকই কিছু একটা দুর্নীতি নামক ব্যাধি আজও সমানে আছে। আগেও সরকারের দোষ দিছে এখনো সরকারের দোষ দিছে। কিছু সরকার এর কোনো দোষ নাই, সব দোষ আমাদের। সরকার একটা মানুষ হয়ে দুর্নীতি দমন সহজ না।আমরাই আমাদের সুবিধার জন্য নিজের মতন করে সিস্টেম চালু করে ফেলি।এই আমুল সিস্টেম যদি পরিবর্তন না হয় তাহলে ত দেশ উন্নত হবে না। দেশের লোকের টাকা হয়েছে কারো ক্ষমতা হয়েছে, কিন্তু এইসব ক্ষতিকারক কিছু না। সবকিছুই খারাপ হলেও তারমধ্যে ভালো আছে। ছোট ছোট স্বার্থে দুর্নীতি দমন নিজেদের করতে হবে, আপনি কিছুতেই অসুস্থ সিস্টেম যদি না মানেন তাহলেই হয়েছে। এই ধরেন রেলওয়ে মানুষের দুর্ভোগ। কালোবাজারি দুরাত্মে সাধারণ জনগন অতিষ্ঠ, চোখে কোনো পথ না দেখে আমি আপনি ওদের সাথে দুর্নীতির প্রশয় নেয়। এখন বলবেন কোথায় গেলে এদের রুহতে পারা যায়। আজ থেকে একশ বছর আগেও দেশ স্বাধীন ছিল না, তখন পাকিস্তানি আমলে, ইংরেজ শাসন ব্যবস্থা আমলে ...