পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মধ্যরাতের নির্ঘুমের গল্প

  বিদুৎ অফিস থেকে বিদুৎ বন্ধ করে দিছে এটাই লোডশেডিং। প্রকৃতি দক্ষিণ দিকে আসা ঠান্ডা বাতাস বন্ধ করে দিছে এইটা আমার জন্য গজব😑 পাঁচ দিন ধরে রাতে দক্ষিণ দিকে আসা বন্ধ বাতাস।আমি ঘুমাতে না পারার একমাত্র কারণ। বৈদ্যুতিক পাখা সারাক্ষণ চলছে ঠিকই খুব বেশি ক্লান্ত না হলেও আমাকে ঘুম পারাতে পারছে না।আল্লাহর দান বাতাস যখন ফজরের আজানের পরপরই বয়ে আসে আমি তখনই ঘুমে ঢলে যায়। ভোর ৫ টার পর আমি কখনো ঘুমায় না কিন্তু প্রকৃতি আমাকে ঘুম পাড়ায় এখন সেই সময়। বেড়েছে তাপমাত্রা আর সাথে মশা।ডালপালা কর্তনের ফলে একটা উঠতি বয়সী গাছ নিহত হয়েছে আর অসংখ্য শোকরিয়া আল্লাহ যা করেন ভলোর জন্যই করেন।গাছ মরাটা আমি জ্বীনের জন্য ভাবছিলাম, পরে নিশ্চিত হলাম একটা বাড়ন্ত চারাকে সমস্ত ডালপালা ছেঁটে বাঁচতে দেওয়া হয়নি ভুলবশত। #মধ্যরাত ে নির্ঘুমের গল্প